মূল পাতা আন্তর্জাতিক আইসিসির প্রেসিডেন্টকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করলো রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক 26 September, 2023 01:30 PM
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্তের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ ফেডারেশনে ফৌজদারি আইনের আওতায় ওয়ান্টেড হিসেবে বিবেচিত হবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যদিও পিওতর হফমানস্কির বিরুদ্ধে এমন ঘোষণায় পূর্ণাঙ্গ তথ্য দেয়নি মন্ত্রণালয়। গত মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নির্বাসনের দায়ে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এরপর বিদেশে সব ধরনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ায় বিরত থাকছেন তিনি। তার প্রতিনিধি হয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অংশ নিচ্ছেন।
তবে রাশিয়া আইসিসির সদস্য না হওয়ায় পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অকার্যকর বলে দাবি ক্রেমলিনের। একই অভিযোগে আইসিসি রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করে।
জবাবে পাল্টা আইসিসির প্রসিকিউটর করিম খান এবং একাধিক বিচারকের বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় মস্কো। সূত্র: এএফপি